আমুদরিয়া নিউজ : গোয়া পুলিশ একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে তাঁরা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলিতে ভারতীয় নাগরিকদের ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে কল সেন্টার পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন কাজাখস্তানের নাগরিক। তারা আর্থিক জালিয়াতি এবং মধুচক্রের মাধ্যমে জালিয়াতি চালানোর লক্ষ্যে ভারতে একই ধরণের কল সেন্টার খোলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।