আমুদরিয়া নিউজ : ফিরছিল একদল ছাগল। দলে ছাগলছানাও ছিল। ছাগলগুলির ঘরে ঢোকার মুখে দাঁড়িয়ে ছিল একটি কুকুর। কুকুরটি তাদেরকে দেখে ঘেউ ঘেউ শুরু করে দেয়। তারপর বাগে পেয়ে ছাগলছানাটিকে পেছন থেকে কামড়ে ধরে। এবার ছাগলগুলির আর বাধ মানেনি। পিল পিল করে তারা যে যার বাসা থেকে বেরিয়ে আসে। শিং বাগিয়ে গুতো মারার ভয় দেখায় হিংস্র কুকুরটিকে। কুকুর ব্যাটা শিংয়ের গুঁতো খাওয়ার ভয়ে মানে মানে কেটে পড়ে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর ট্যাগলাইন, যতক্ষণ নিজেদের মধ্যে একতা থাকবে ততক্ষণ বাইরের কেউ কোনও ক্ষতি করতে পারবে না।
