আমুদরিয়া নিউজ: সবচেয়ে বড়ো দুর্গার পর এবার সবচেয়ে বড়ো দূর্গাঠাকুরের মুকুট গড়ে নয়া রেকর্ড তৈরি করলেন শিল্পী দেবজ্যোতি মহরা। দেবজ্যোতি বালুরঘাটের বাসিন্দা এবং প্রতিমার অলংকার তৈরিতে তার হাত নিখুঁত। তবে এবার সাড়ে ছয় ফুটের মুকুট গড়ে নয়া রেকর্ডের পাশাপাশি শিল্পীর শিল্পগুণ নিয়ে মুখরিত রাজ্য।
কচিকলা ক্লাব দক্ষিণ দিনাজপুরের অন্যতম বিখ্যাত পুজোর মধ্যে একটি এবং সেই ক্লাবের ঠাকুরের অলংকারসজ্জার দায়িত্বে রয়েছে দেবজ্যোতি এমনটাই সূত্রের খবর।