আমুদরিয়া নিউজ : বাথরুম পেয়েছে বলে প্রিজন ভ্যান থামিয়ে পুলিশের সার্ভিস রিভলবার কেড়ে দুজনকে গুলি করে পালিয়েছে ২ বিচারাধীন বন্দি। বুধবার ইসলামপুরের পাঞ্জিপাড়া এলাকার ঘটনা। জখম পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুই বন্দি সেখানে আগে থেকে রাখা একটি বাইকে চড়ে পালিয়ে গিয়েছে। একজনের নাম সাজ্জাদ আলম। সে করণদিঘিতে একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত। দুই জখম পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য।
