আমুদরিয়া নিউজ : একজন কর্মকর্তা জানিয়েছেন, তহবিলের অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে পুলিশ গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকনমিক্স এর মূল সংস্থা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সচিবকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই সংস্থার ডেপুটি রেজিস্ট্রার বিশাল গায়কোয়াড়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত মিলিন্দ দেশমুখকে গ্রেফতার করা হয়েছে।
