আমুদরিয়া নিউজ : পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের কিশোরী বাসন্তী মাহাতকে থানার তরফে দেওয়া হয় তির-ধনুক। সেই ধনুক দিয়েই এশিয়ান তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ ২০২৫ আর্চারিতে সিনিয়র রিকার্ভে সোনার পদক জেতে সে। আন্তর্জাতিক স্তরে এই প্রথম সোনা পেয়ে, শুধু বনমহল পুরুলিয়াকে নয়, গোটা দেশকেও গর্বিত করল বাসন্তী।
