আমুদরিয়া নিউজঃ কোচবিহার বাসীর জন্য সুখবর! এবছর রাসমেলা শুরুর প্রথম দিন থেকেই মজা নিতে পারবেন বিভিন্ন রাইডের। প্রতি বছর দেখা যায় রাসমেলা শুরু হওয়ার ৫-৭ দিন পেরিয়ে গেলেও নৌকা, নাগরদোলা, ড্রাগন ট্রেন ইত্যাদি জয় রাইডগুলো ঠিক মতো চালু হয় না। এরফলে মেলায় আগত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই হতাশ হন। সাধারণত এই মেলা ১৫-২০ দিন হয়ে থাকে। তাই জয় রাইড দেরি করে শুরু হলে মেলার আকর্ষনে ভাটা পড়ে।
তবে এবার মেলা শুরু হওয়ার অনেক আগেই বেশ কিছু জয় রাইড এসে পৌঁছেছে কোচবিহারে। রাসমেলা ময়দানে তারা ঘাটি গেড়েছে। তাদের প্রস্তুতি তুঙ্গে। বাজি মেলা শেষ হতেই তারা তাদের জয় রাইড সেটিং করার কাজ শুরু করবে। রাসমেলা শুরুর দিনই বিভিন্ন জয় রাইডগুলিও চালু হবে বলে জানা গিয়েছে। দুর্গাপুজো, কালীপুজোর পর কোচবিহার বাসীর জন্য বাড়তি পাওনা রাসমেলা। আর মেলার প্রথম দিন থেকেই যদি দোকানপাট বসে আর জয় রাইড চালু হয়, তাহলে উৎসবের রেশ আরও দীর্ঘ হয়।