আমুদরিয়া নিউজ : গুগল সার্চ করা নিয়েই সামনে এল এক বিস্ময়কর তথ্য। প্রশ্ন হচ্ছে বিবাহিত মহিলারা গুগলে কী সার্চ করে থাকেন ? নতুন রান্নার রেসিপি না কি স্বাস্থ্যকর খাবার তৈরির পদ্ধতি না কি ঘর সাজানোর টিপস ? জানা গিয়েছে, গুগলের সার্চ অপশন ব্যবহার করে সংসারের খুঁটিনাটি থেকে শুরু করে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, কর্মজীবনের চিন্তা থেকে স্বাস্থ্য বিষয়ক নানা তথ্যই সার্চ করে থাকেন বিবাহিত মহিলারা। রান্না এবং দৈনন্দিন জীবনের নানান টুকিটাকি বিবাহিত মহিলাদের অনুসন্ধানের একটি বড় অংশ জুড়ে থাকে।
