আমুদরিয়া নিউজ : রাস্তায় হাঁটতে বেরিয়ে হঠাৎই কুড়িয়ে পেলেন রুপোর কয়েন। তারপর যা হল তা প্রচুর মানুষের তারিফ কুড়িয়ে নিয়েছে। চেক রিপাবলিকে এক মহিলা প্রতিদিন রাস্তায় হাটতে বের হন। তবে তিনি একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাতই কুড়িয়ে পান ৯০০ বছর আগের রূপোর কয়েন। তবে তিনি সেগুলি বিক্রি করতে যাননি। আসলে কপাল জোরেই পেলেন না কি এর সঙ্গে অপরাধমূলক চক্র জড়িত তা ঠাহরই করতে পারছিলেন না ওই মহিলা। কয়েন নিয়ে তিনি সোজা চলে যান থানায়। সরকারের হাতেই সেই বহুমূল্য কয়েনগুলি তুলে দিতে মনস্থির করেন মহিলা। তবে চেক সরকার তাকে খালি হাতে ফেরায়নি। মোটা টাকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। সেই কয়েনগুলি নিয়ে এখন গবেষণা চালাচ্ছে চেক সরকার।
