আমুদরিয়া নিউজ : আর জি কর, সন্দেশখালি সহ মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, কোচবিহার নারী নির্যাতনের চিত্র বদলায়নি রাজ্যে। ভাইফোঁটার পবিত্র তিথিতে বোনদের রক্ষায় অঙ্গীকারবদ্ধ হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বারাসতের রথতলায় গণ ভাইফোঁটা অনুষ্ঠানে বোনেদের থেকে ফোঁটা নিয়ে জানান, মেয়েদের আত্মরক্ষার্থে চালু করছেন অভয়া প্লাস কর্মসূচি। রাজ্যের মেয়েরা সুরক্ষিত নন। তাই কেরলের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কলারিপায়াট্টু এ রাজ্যে আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে রাজ্যপালের এই মন্তব্যে আগে রাজভবন সুরক্ষিত করার পাল্টা খোঁচা দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
