আমুদরিয়া নিউজঃ দিনে দুপুরে ছিনতাই। মহিলার হাত থেকে পার্স ছিনতাই করে পালালো এক যুবক। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জংশন সংলগ্ন অফিসারস কলোনি এলাকায়। এই বিষয়ে ওই মহিলা আলোলিকা সুর জানান, এদিন তিনি অফিসারস কলোনি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।সেই সময় পেছন থেকে এক যুবক এসে তার হাত থেকে পার্স ছিনতাই করে পালিয়ে যায়। তিনি চিৎকার করে তার পিছনে ছোটেন কিন্তু ওই যুবক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর তিনি জংশন পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ জানান।
এর পাশাপাশি পুলিশকে দুষ্কৃতি দৌরাত্ম বন্ধ করতে জোরদার পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।তিনি জানান ছিনতাই করা পার্সে মোবাইল, এটিএম কার্ড ও কিছু টাকা পয়সা ছিল। ছিনতাই কারী যাতে দ্রুত গ্রেফতার হয় পুলিশের কাছে সেই দাবিও জানান তিনি।