আমুদরিয়া নিউজ : আন্দামানের জারোয়াদের মধ্যে ১৯ জনকে ভোটাধিকার দেওয়া হল। দেশের নাগরিক হিসেবে প্রমাণপত্রও পেলেন তাঁরা। এই জারোয়া সম্প্রদায়ের মানুষেরা অবলুপ্তপ্রায় একটি জনজাতি। আন্দামানের দক্ষিণ ও মধ্য উপকূলের যে অংশে বসবাস করেন। যেখানে এখনও সকলের প্রবেশ নিষিদ্ধ। এঁরা পুরোপুরি প্রকৃতি ও বনজ সম্পদের ওপর। ভারত সরকারের লক্ষ্য, জারোয়া সম্প্রদায়ের মানুষ যাতে নিশ্চিহ্ন না হয়ে যায় সেটা নিশ্চিত করা।
