আমুদরিয়া নিউজ: অবাক লাগলেও এমনই ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে আন্টার্কটিকাতে গাছগাছালি গজিয়ে চলেছে। বিজ্ঞানীদের মতে গত ৩৫ বছরের তুলনায় এখানে এখন ১০ গুণ বেশি গাছ রয়েছে। এর কারণ হলো, বিশ্ব উষ্ণায়নের ফলে বরফের পরিমাণ হ্রাস।
একসময় বরফে ঢাকা অঞ্চল সবুজে রূপান্তরিত হচ্ছে। ৩০% বৃদ্ধি পেয়েছে সবুজের ভাগ। ১৯৮৬-২০২১ সালের মধ্যে চোখে পড়ার মতো পরিবর্তন ঘটেছে এই অঞ্চলে। আগে যেখানে ১ বর্গকিমি অঞ্চল সবুজ ছিল, সেখানে এখন তার আয়তন প্রায় ১২ বর্গকিমি। এই অঞ্চলের বরফ গলে যাওয়ার সাথে সাথে আশেপাশের জলবায়ুতেও এর প্রভাব পড়া শুরু করেছে।
বিজ্ঞানীরা অনেকে জানান, আন্টার্কটিকার জলবায়ুতে ও পাথুরে বরফে ঢাকা অঞ্চলে শুধুমাত্র মস ছাড়া আর কিছু গজাতে পারে না l তবে বর্তমানে সেখানের সবুজায়নের নাটকীয়তা অবাক করার মতো। এই সবুজায়ন আরো বাড়বে বিশ্ব উষ্ণায়নের কারণে, এমনকি দেখা যাবে গাছপালার বৈচিত্র্য।