আমুদরিয়া নিউজঃ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে অযোধ্যার সরযূ নদীর তীর। অযোধ্যায় নতুন রাম মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম দীপাবলি। এই উপলক্ষে ২৫ লক্ষের বেশি মাটির প্রদীপে আলো ঝলমলে অযোধ্যা। চলতি বছরে মন্দির উদ্বোধনের মহোৎসবকে ছাপিয়ে গিয়েছে এবারের দীপোৎসব। ২৫ লক্ষ ১২ হাজার ৮৫৮টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বুধবার দীপোৎসবে সূচনা হয়। যার ফলে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এদিন ১১০০জন সরযূর তীরে আরতি করেন।
অযোধ্যার একটি বিশবিদ্যালয়ের ৩০ হাজার স্বেচ্ছাসেবক ৫৫টি ঘাটে এই প্রদীপ জ্বালানোর কাজে যুক্ত ছিল। নেপাল, ইন্দোনেশিয়া, মালেশিয়া, কম্বোডিয়া থেকে রাম লীলার দল এসেছিল। দেশের বিভিন্ন গোষ্ঠীর লোকেরা এসেছিল। বুধবার সন্ধ্যায় দীপাবলির এই দীপোৎসবের সূচনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লক্ষ লক্ষ প্রদীপের আলোয় ঝলমল করছে অযোধ্যা।