আমুদরিয়া নিউজ : টাটা ডব্লিউপিএল ২০২৫-এর ১৫তম ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ জয়লাভ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় গুজারাট জায়েন্টস। বেথ মুনির ৫৯ বলে অপরাজিত ৯৬ রানের অসাধারণ ইনিংস জিজির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি এবং তাদের জয়ের অন্নতম মূল কারন হয়ে দারায়। ১৭টি বাউন্ডারি সহ তার ইনিংসটি ছিল মার্জিত এবং কৌশলগত প্রতিভার মিশ্রণ। মুনির এই ইনিংসটি ছিল টাটা ডব্লিউপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।