আমুদরিয়া নিউজ : উত্তর আফ্রিকার সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি সবজি বাজারে কামানের গোলা ছুঁড়ে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। তাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ওই হামলা হয়েছে। আল জাজিরা সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, ঘটনায় জখম হয়েছেন ১৫৮ জন। সে দেশের সরকারি তরফে ওই ঘটনার জন্য সুদানে সক্রিয় প্যারা মিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।