আমুদরিয়া নিউজ : একটি ভিডিও তে দেখা যায় একজন গুরুদেব তাঁর এক ভক্তের সাথে কথোপকথনে জিজ্ঞাসা করেন, আপনি কত টাকা রোজগার করেন। উত্তরে মহিলাটি বলেন আমি পার্লারে কাজ করে দিনে প্রায় ১৫ থেকে ২০ টাকা রোজগার করি। গুরুদেব উত্তরে বলেন, পার্লার চালিয়েই দিনে ২০ হাজার টাকা! রোজগার করো ঠিক আছে কিন্তু তুমি তো ডাকাতি করছ। ভিডিওর কমেন্টে অনেকে বলেন গুরুদেব হোক তো এমন।
