আমুদরিয়া নিউজ : এইচ ১ বি ভিসা মাধ্যমে ভারত ও চিন থেকে দক্ষ কারিগরদের আমেরিকার বড় বড় কোম্পানি গুলিতে পাঠানো হয়। এটি মূলত আই টি কর্মীদের জন্য ভীষণ লাভজনক। ২০২৬ এর ভিসার জন্য রেজিস্ট্রশন চলবে ৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত। এর ফি ২১৫ ডলার। ইউআই সিআই এস পোর্টালে আবেদন নেওয়া হবে।