আমুদরিয়া নিউজ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে দীজ্ঞর্ঘ কথাবার্তা হয়েছে। রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিও বার্তায় জানান, তাঁর সঙ্গে মার্কিন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব উষ্ণ কথাবার্তা হয়েছে ফোনে। সেখানে তাঁরা গাজা যুদ্ধ এবং সিরিয়া সম্পর্কে ইসরায়েলের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। তিনি এবং ট্রাম্প শনিবার সন্ধ্যায় তাদের ফোন কলের সময় সাম্প্রতিক নানা বিষয়ে মত বিনিময় করেছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন।
