আমুদরিয়া নিউজ : ৮১ তম একরামিয়া ইসালে সওয়াব হুজুরের মেলা অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারের হলদিবাড়িতে । সোমবার বিকেলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই হুজুরের মেলার উদ্বোধন হয়। এদিন ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই ইসালে সওয়াবের সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হুজুরের মেলা কমিটির সভাপতি পীর সৈয়দ খন্দকার নুরুল হক, হুজুরের বংশধর, মেলা কমিটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। বুধবার পবিত্র দোয়ার মধ্যে দিয়ে এই মেলার সমাপ্ত হবে। হুজুর সাহেবের মাজারের সামনে মাঠ ও সংলগ্ন এলাকায় প্রচুর দোকান বসেছে। মেলার নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখতে মাজার ও মেলাস্থল ঘুরে দেখেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও অন্যান্য পুলিশ আধিকারিক। মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা করেছে। বিভিন্ন পদ মর্যাদার পুলিশ থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার্স থাকছে প্রচুর সংখ্যক। মহিলা পুলিশ ও থাকছে। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, রাফ, কমব্যাট ফোর্স ও সাদা পোশাকে পুলিশ মেলায় নজরদারি করবে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। মেলা ঢোকার মুখে বিভিন্ন জায়গায় ১৪ টি ড্রপ গেট তৈরি করা হয়েছে।
মঙ্গলবার দূরদূরান্ত থেকে বহু মানুষ মেলায় আসতে শুরু করেছেন।