আমুদরিয়া নিউজ: গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম স্ত্রী ও দুই মেয়ে সহ নিহত হন কমান্ডার। শনিবার লেবাননের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলার ফল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপোলির কাছে বেদ্দাওই শিবিরে কমান্ডার সাঈদ আতাল্লাহ আলীর বাড়িতে বোমা হামলা হয়।
এখনো পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে লেবাননে হামাসের অন্তত ১৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে এক বিমান হামলায় ফাতাহ শারিফ আবু আল-আমিন, এছাড়া হামাসের কমান্ডার সামের আল-হাজ, এবং হামাসের ডেপুটি নেতা সালেহ আল-আরৌরি ও আরো ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের যুদ্ধে ইজরায়েলের জন্মকালে যারা দেশছাড়াদের জন্য লেবাননে ১২টি ফিলিস্তিনি শরণার্থী শিবির তৈরি হয়। দীর্ঘদিনের একটি চুক্তির কারণে লেবাননের সেনাবাহিনী এই শিবিরগুলোতে প্রবেশ করে না এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকেই নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেয়।