আমুদরিয়া নিউজ : গাজায় বোমা হামলা অব্যহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে বোমা হামলায় নিহত হয়েছেন হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এবং আরও আটজন প্যালেস্তানীয়। জানা গিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন হামলার ফলে গত সপ্তাহেই প্রায় দেড় লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। কমপক্ষে ৫০,১৮৩ জন প্যালেস্তানীয় নিহত এবং ১ লক্ষ ১৪ হাজার জন আহত হয়েছেন।
