আমুদরিয়া নিউজ : হামাস সশস্ত্র গোষ্ঠী গাজায় ইজরায়েলের যাঁদের পণবন্দি করে রেথেছে, তাঁদের দ্রুত না ছাড়লে খুব খারাপ ফল ভূগতে হবে বলে হুমকি দিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগেই পণবন্দিদের ছেড়ে দিতে ওই হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্প তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আগামী ২০ জানুয়ারি ২০২৫-এর মধ্যে পণবন্দিদের না ছাড়লে তার ফল খুব খারাপ হবে। যারা সাধারণ মানুষকে পণবন্দি করে রেখেছেন সময়ের মধ্যে না ছাড়লে খুবই বড় বিপদের মধ্যে পড়বে। এবং এমন বড় বিপদ হবে তাদের সেটা চিন্তার বাইরে।’
ট্রাম্প অবশ্য কারও নাম উল্লেখ করেননি। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। তাতে মৃত্যু হয় ১ হাজার ২০৮ জন ইজরায়েলি নাগরিকের। হামলা চালানোর পাশাপাশি পণবন্দিও করা হয় বহু ইজরায়েলিকে। তেল আভিভ সূত্রে জানানো হয়, ওইদিনই ২৫১ জন ইজরায়েলিকে পণবন্দি করে হামাস। সেই থেকে গাজাতেই রয়েছে পণবন্দিরা। যদিও তাঁদের মধ্যে অনেকেই মারা গেছেন। মাঝে কয়েকজনকে মুক্তি দিয়েছিল হামাস। তারপরেও গাজায় এখনও ৯৭ জন পণবন্দি রয়েছেন। হামাসের এই বর্বর হামলার প্রতিবাদেই প্যালেস্টাইন জুড়ে যুদ্ধ শুরু করেছে ইজরায়েল। ইজরায়েলের হামলার জেরে এখনও পর্যন্ত গাজায় ৪৪ হাজার ৪২৯ জনের মৃত্যু হয়েছে।