আমুদরিয়া নিউজ : নিউইয়র্কের একটি সংশোধনাগারে হাতকড়া পরিয়ে এক বন্দিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সে দেশের পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছে, মৃতের নাম রবার্ট ব্রুকস (৪৩)। গত ১০ ডিসেম্বর, নিউইয়র্কের মার্সি কারেকশনাল ফেসিলিটি হোমে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে হাতকড়া পরা এক বন্দিকে বেধড়ক মারধর করার ছবি রয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
এর পরেই নিউইয়র্কের গভর্নর ওই ঘটনায় যুক্ত ১৩ জন অফিসার এবং একজন নার্সকে বরখাস্ত করার নির্দেশ দেন। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, অফিসাররা বারবার ব্রুকসের মুখে এবং কুঁচকিতে আঘাত করছেন যখন তিনি হাতকড়া পরে বসেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন কারা কর্মকর্তা ব্রুকসকে আঘাত করার আগে তার মুখে কিছু রাখছেন, পাশাপাশি একজন পৃথক অফিসার তাকে জুতো দিয়ে পেটে লাথি মারছেন। প্রাথমিক পরীক্ষায় মৃত্যুর কারণ বলে জানানো হয়েছে, ঘাড়ের সংকোচনের কারণে শ্বাসকষ্ট এবং মৃত্যু। মারধরের পরদিনই ব্রুকস মারা যান। সংবাদ সংস্থা জানাচ্ছে, ব্রুকস একটি হামলায় দোষী হওয়ায় ১২ বছরের সাজা ভোগ করছিল।