আমুদরিয়া নিউজ : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন দর্শক খুব কমই পাওয়া যাবে। হানিয়ার হাসিতে হৃদয়ে ঝড় উঠে হাজারও পুরুষের। অথচ সেই সুন্দরীকে নাকি তার নিজ দেশের ভক্তরা পাকিস্তানি আলিয়া ভাট বলে ডাকে। আর এই নামে বেশ খুশি হানিয়া নিজেও। দেখতে অনেকটা একই রকম হওয়ায় বলিউড অভেনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয় হানিয়া আমিরের।