আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্রের বদলপুরের যে স্কুলে দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছিল, সেখানকার পরিচালন সমিতির চেয়ারম্যান ও সম্পাদকের আগাম জামিনের আর্জি খারিজ করল মুম্বই হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওই দুজনকে এতদিনেও ধরতে পারল না কে সেটাই বোধগম্য হচ্ছে না। এঁরা আগাম জামিনের সুযোগ যাতে পায়, সেই জন্য কি অপেক্ষা করা হচ্ছে! যদিও পুলিশের পক্ষে সরকারি আইনজীবী উচ্চ আদালতে জানিয়েছেন, দুজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
গত অগস্টের দ্বিতীয় সপ্তাহের গোড়ায় বদলপুরের ওই স্কুলে ৪ এবং ৬ বছর বয়সী দুই ছাত্রীকে শৌচাগারে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতে উত্তাল হয়ে ওঠে এলাকা, পরে গোটা দেশ। ওই মামলায় অভিযুক্ত অক্ষয় সিন্ধে স্কুলেরই সাফাইকর্মী। তাঁকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, পরে পালাতে গিয়ে গুলিযুদ্ধে সে মারা গিয়েছে। মামলায় অভিযুক্ত দুজন পরিচালন সমিতির কর্তাও। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, পরিচালন সমিতির কর্তারা বিষয়টি জেনেও প্রথমে পুলিশকে জানাননি। দুটি শিশুর মনের ও দেহের উপর দিয়ে য়ে ঝড় গিয়েছে সেটা কেন তাঁরা বোঝার চেষ্টা করলেন না! তাঁরা কেন নীরব ছিলেন, কাকে বাঁচাতে চাইছিলেন সেটাও জানা দরকার।