আমুদরিয়া নিউজ : লস অ্যাঞ্জেলেসের দাবানলে দুর্গতদের এখন খাবার বিলি করছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। এমনই একটি খাবার বিতরণ কেন্দ্রে নিঃশব্দে গিয়ে বিলিতে হাত মেলান ব্রিটিশ রাজপরিবারের সাসেক্সের ডিউক যুবরাজ হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান। সংবাদ সূত্রে জানা গিয়েছে, সে দেশের সময় শুক্রবার হ্যারি ও মেগান সেখানে যান। তাঁরা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস ও তাঁর সহযোগীদের সঙ্গে কথা বলেন। খাবার বিলি করেন। তাঁরা চুপচাপ খাবার পরিবেশন করে চলে যান। মাস্ক পরার কারণে তাদের চেনাও যায়নি। স্থানীয় মেয়র জানান, তাঁরা এখানে প্রচারের জন্য আসেননি, বরং তারা এখানে কাজ করতে এসেছিলেন।