আমুদরিয়া নিউজ : ছাত্র সংসদের ভোটের আগে থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যে সব ভাঙচুর, পোস্টার মেরে দেওয়াল নোংরা করা হয়েছে তা সাফ না করা অবধি ভোটের ফল প্রকাশ হবে না। এ কথা ফের জানাল দিল্লি হাইকোর্ট। গত ২৬ সেপ্টেম্বর জিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, ভোট হলেও ফল প্রকাশ করা যাবে না। তার আগে বিশ্ববিদ্যালয়ের চেহারা ভোটের আগের মতো করে দিতে হবে ছাত্র সংসদকে।
