আমুদরিয়া নিউজ: লিভ ইন পার্টনারকে হত্যা করে তার দেহ ১০ মাস যাবত ফ্রিজে রেখেছেন প্রেমিক। ভূপালের এই ঘটনা হইচই ফেলেছে এলাকায়। সূত্রের খবর, ৪১ বছর বয়সের প্রেমিক ২০২৪ এর মার্চ মাস নাগাদ প্রেমিকাকে খুন করে। শুক্রবার সে ধরা পড়েছে ঘটনাস্থল থেকে ৪০ কিমি দূরে উজ্জয়িনী থেকে।
শুক্রবার স্থানীয়রা পুলিশের কাছে জানান যে বহুদিন থেকে বন্ধ একটি ঘর থেকে দুর্গন্ধ আসছে, যেটি অপরাধী সঞ্জয় পতিদার জুন মাস থেকে বন্ধ করে রেখেছেন। একজন এই ঘরটি খুলে দেহটি দেখতে পান। প্রতিভা পতিদার কে মারার দায়ে গ্রেফতার করা হয়েছে তার প্রেমিককে।
প্রেমিকের মতে, পাঁচ বছরের পুরানো সম্পর্ক তাদের। তারা ভাড়া থাকতেন বিবাহিত দম্পতি হিসেবে। সমস্যা শুরু হয় যখন প্রতিভা তাঁকে বিয়ে করতে বলেন। সঞ্জয় তাঁকে না করে দিলে প্রায় প্রায়ই তাদের ঝগড়া হতো, মার্চ মাসে সঞ্জয় তাঁকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এ কাজে তাঁকে সাহায্য করেন তার বন্ধু বিনোদ। দুজন মিলে তাকে হত্যা করে তার হাত পা বেঁধে ঢুকিয়ে দেন ফ্রিজে। সঞ্জয় একটি ঘর নিজের কাছে রেখে বাড়িটা ছাড়েন। যেখানে তিনি প্রায়ই আসতেন বলে জানান বাড়ির মালিক।