আমুদরিয়া নিউজ : সময় যেন পিছিয়ে গিয়েছে। সোনার কাঠি রূপোর কাঠির রাজকন্যা যেমন দীর্ঘদিন ঘুমিয়েছিল, তেমনই ঘুমিয়ে ছিলেন ন্যাশ। কিন্তু ঘুম থেকে উঠে আর চিনতে পারেন না বরকে। এমনকি নিজের সন্তানকেও। নিজেকে অবিবাহিত বলে কান্না জুড়ে দেন। তাঁর স্বামী শত চেষ্টা করেও তাঁকে বোঝাতে বিফল। এরপর শুরু হয় ন্যাশের ডাক্তারি পরীক্ষা। জানা যায়, ন্যাশ মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন। ফলে তাঁর স্মৃতি বিলোপ হয়। শর্ট টার্ম মেমরি লসের শিকার ন্যাশ।
