আমুদরিয়া নিউজ : কেউ ভেবেছিলেন ভূত। কেউ আবার ভেবেছিলেন পূনর্জন্ম। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল তাঁকে। প্রতিবেশীর কাছে তিনি ‘খুঁটি গুরু’ বলেই পরিচিত। বাড়ি ফিরে এসে তিনি দেখেন পাড়ায় তাঁর পারলৌকিক কাজ চলছে। আসলে সাধুদের সঙ্গে সময় কাটিয়ে এবং গঞ্জিকা সেবন করে তিনি দিন তারিখ বেমালুম গুলিয়ে ফেলেছিলেন। প্রায় দুই সপ্তাহ পরে তিনি বাড়ি ফিরে আসেন। তাকে দেখে ভিরমি যান প্রতিবেশীরা। খবর প্রকাশ্যে আসতেই অবাক নেটদুনিয়া।