আমুদরিয়া নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেরালার সাংবাদিক সিদ্দিক কাপানের একটি আবেদনের প্রেক্ষাপটে উত্তরপ্রদেশ সরকারের মতামত জানতে চেয়েছে। ইউএপিএ মামলায় কাপ্পান জামিন পেলেও তাঁকে প্রতি সপ্তাহে পুলিশের কাছে হাজিরা দিতে হয়। এটা শিথিল করার আবেদন করেছিলেন তিনি। তার জেরেই জামিনের শর্ত শিথিল করার ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের মত জানতে চেয়ছে সুপ্রিম কোর্ট।
কাপ্পানকে 2020 সালের অক্টোবরে উত্তরপ্রদেশের হাতরাসে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। সেখানে একজন দলিত মহিলাকে গণধর্ষণ করা হয়। চার জন অভিয়উক্ত. মহিলা গণধর্ষণের পরে মারা যান। তাঁর দেহ ময়নাতদন্ত না করেই পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
সে ঘটনা কভার করতে গিয়ে কাপ্পান গ্রেফতার হন। রপ্রায় ২ বছর জেলে থাকার পরে 9 সেপ্টেম্বর, 2022-এ, সুপ্রিম কোর্ট কাপ্পানকে জামিন দেয়। জামিনের শর্তের মধ্যে রয়েছে ছয় সপ্তাহ দিল্লিতে থাকা এবং নিজামুদ্দিন থানায় সাপ্তাহিক রিপোর্ট করা। ছয় মাস পর, একই রকম রিপোর্টিং শর্তে তাকে তার জন্মস্থান মালাপ্পুরম, কেরালায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কাপ্পান এখন মুসলিম মিররের সাংবাদিক।