আমুদরিয়া নিউজ : বসন্তে কনকনে শীতের আমেজ ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। ডুয়ার্সের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে। সোমবার রাতেও সেই ছবি দেখা গেল। এদিন ডুয়ার্সের হাসিমারা, বীরপাড়া, লঙ্কাপাড়া সহ কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। হাসিমারা, লঙ্কাপাড়া এলাকায় তুমুল শিলাবৃষ্টি হয়। কিছুক্ষণের শিলাবৃষ্টিতে পথঘাট, বাড়ির উঠোন সাদা বরফের চাদরে ঢেকে যায়। দেখে মনে হয় এ যেন কাশ্মীর, হিমাচল কিংবা সিকিমের কোন বরফাবৃত এলাকা। কচিকাঁচারা সেই শিল নিয়ে আনন্দে মেতে ওঠে। কেউ কেউ আবার বরফের গোলা পাকিয়ে খেলায় মাতে। এই শিলাবৃষ্টিতে ডুয়ার্সের ওই সব এলাকায় শীতের পারদ এক ধাপে অনেক নেমে যায়। ফলে ওই সব এলাকায় কনকনে শীতের আমেজ অনুভূত হয়। জোর শিলাবৃষ্টির কারণে কোন কোন এলাকায় ফসলের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
