আমুদরিয়া নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণার্বত্যের কারণে আবহাওযা তপ্ত থেকে স্যাঁতসেঁতে হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। বন্যার সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও বৃষ্টি চলছে। আগামী চারদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে, বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। পাহাড়ের ধসের আশঙ্কাও বেড়েছে। এমনিতেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি রয়েছে কয়েকটি জেলায়। পুজোর মুখে উত্তরবঙ্গে বৃষ্টির কারণে বন্যা, ধস হলে পর্যটন, ব্যবসা ক্ষতির আশঙ্কাও উঁকি দিচ্ছে।