আমুদরিয়া নিউজ : টানা বৃষ্টির জেরে বুধবার ধস নেমে একজনের মৃত্যু হয়েছে দার্জিলিং পাহাড়ে। দার্জিলিং শহর থেকে দূরে পুলবাজার থানা এলাকার ঘটনা। মৃতের নাম রঘুবীর রাই (৭২)। প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ওই রাতেই কত গার্ডেন যাতায়াতের রাস্তায় ধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে যান চলাচল আংশিক শুরু হয়েছে। দার্জিলিঙে দফায় দফায় বৃষ্টি চলছে। পুজোর সময়ে এমন বৃষ্টি চললে যে পর্যটকদের সমস্যা হবে তা নিয়ে সন্দেহ নেই। এতে ব্যবসায় প্রভাব পড়বে।