আমুদরিয়া নিউজ : বাচ্চা কোলে করে যাচ্ছিলেন এক পুরোহিত। হঠাৎ তাঁর মাথা ঘুরে ওঠে। কোলে থেকে নামিয়ে ফেলতে হয় শিশুটিকে। দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তায় সটান হয়ে যান। গা গুলিয়ে ওঠে। রাস্তাতেই শুয়ে কাঁপতে থাকেন ওই ব্যক্তি। বাচ্চাটি রাস্তায় বসে কাঁদতে থাকে। পাশ দিয়ে বাইকে করে বউ নিয়ে যাচ্ছিলেন এক মুসলিম ব্যক্তি। দেখে বাইক থামিয়ে দৌড়ে আসেন দুজনেই। প্রথমেই কোলে তুলে নেন বাচ্চাটিকে। এরপর তাঁরা জলের ঝাপটা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন পুরোহিতকে। পুরোহিত সুস্থ হয়ে হাত জোর করে ধন্যবাদ জানান ওই দম্পতিকে। এরকমই একটি দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ার ভিডিওটিতে ২৩ লক্ষ লাইক দিয়েছেন নেটিজেনরা।
