আমুদরিয়া নিউজ : রাস্তা দিয়ে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছিলেন এক মা। তাঁকে দেখে এক ব্যবসায়ী একটি ঝাড়ু হাতে এগিয়ে আসেন। মহিলাকে তিনি বলেন, একটু সামনেটা ঝাড়ু দিয়ে দেবেন ? মহিলার প্রশ্ন, আমি কেন ঝাড়ু দিতে যাব ? ব্যবসায়ী একটু জোর করেন। এরপর মহিলা ঝাড়ু নিয়ে ঝুঁকে একটু এপাশ ওপাশ ঝাড়ু নাড়াতেই ব্যবসায়ী বলেন, হয়েছে। ঠিক আছে। মহিলা কিছুই বুঝতে পারেন না। এরপর ব্যবসায়ী তাঁদের নিয়ে গিয়ে জল খাওয়ান। বাচ্চাটিকে একটি কোল্ড ড্রিংকসের বোতল দেন। ওই ব্যবসায়ীর ট্যাটুর দোকান। এরপর ব্যবসায়ী মহিলাকে হাতে বিনামূল্যে একটি ট্যাটু করে দেন। ন্যাপকিন দিয়ে বলেন মুখ মুছে নিতে। মহিলা ব্যবসায়ীকে ভাল লোক ভেবে অনেক ধন্যবাদ দিয়ে বাড়ি ফেরেন। বাড়ি এলে ওই মহিলার এক পরিচিত তাঁকে জানায়, তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। শিশুর মা কিছুই বুঝতে পারেন না। শিশুটির মা দেখেন, তাঁর ট্যাটুর দোকানে যাওয়ার ভিডিওটি ভাইরাল। ভিডিওতে তিনি ঝাড়ু দিচ্ছেন। একজন এসে তাকে ও তাঁর বাচ্চাকে জল খাওয়াচ্ছেন। শিশুর মা ন্যাপকিন দিয়ে চোখ মুছে ধন্যবাদ জানাচ্ছেন ব্যবসায়ীকে। দেখে মহিলা হতভম্ব। ভিডিওয় কমেন্ট, কলিযুগের দানবীর কর্ণ।
