আমুদরিয়া নিউজ : মহিলাদের জন্য অনুদান তো আছেই। আর আছে আদিবাসীদের নিজস্ব সেন্টিমেন্ট। সেটাই হয়তো বিজেপি নেতৃত্বাধীন জোট বুঝতে পারেনি। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে লাগাতার হইচই করাটাও হয়তো বিপক্ষে গিয়েছে। সবচেয়ে সহানুভূতির ভোট হেমন্ত সোরেনের কাছে গিয়েছে তার জেলযাত্রার জন্য। ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতারের পরে তিনি জেলে যান। পরে জামিন পান। আদালতে ইডিকে সমালোচনাও শুনতে হয়।
হেমন্তের সেই জেলযাত্রা ঝাড়খণ্ডের আদিবাসী মানুষের সিংহভাগ যে মেনে নিতে পারেননি সেটাই যেন শনিবার ভোটের ফল প্রকাশের পরে স্পষ্ট হয়েছে। ৮৮ আসনের ঝাড়খণ্ড বিধানসভা হেমন্ত সোরেনের দলের নেতৃত্বে ইন্ডিয়া জোটই দখল করেছে। ৮১ আসনের বিধানসভায় ইন্ডিয়া জোট ৫৬টি। বিজেপি ২৪ আসন পেয়েছে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন।