আমুদরিয়া নিউজঃ কোচবিহারে চলছে হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট ঘিরে কোচবিহারের তরুণ ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা তাদের প্রতিভা বিকশিত করার একটা সুযোগ পাচ্ছে বলে স্থানীয় ক্রীড়াবিদরা মনে করছেন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চতুর্থ বর্ষ এই নক আউট হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ টি গ্রাম পঞ্চায়েত ও শহর অঞ্চল মিলিয়ে মোট ২৫৬ টি দল এই টুর্নামেন্টে খেলবে। শহরের ৪ টি এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ টি নিয়ে মোট ১২ টি মাঠে এই টুর্নামেন্ট চলছে। ২৫ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এই টুর্নামেন্টের খেলা গুলি হচ্ছে। রবিবার কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাজারের মাঠে হেরিটেজ কাপের আসর বসেছিল।
এদিন এই মাঠে শহর অঞ্চলের দলের দুটি ম্যাচ হয়। একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল হরিজন যুব সংঘ বনাম বিবেক সংঘ। সেই ম্যাচে হরিজন যুব সংঘ বিজয়ী হয়। অপর একটি ম্যাচে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নিউ কদমতলা ক্লাব বনাম রবীন্দ্র নগর একাদশ। এদিন ম্যাচ দেখতে এলাকাবাসী থেকে শুরু করে ক্রীড়া প্রেমী সাধারণ মানুষ মাঠে ভিড় করেন। এই ম্যাচ দুটিতে তরুণ খেলোয়াড়দের ব্যাপক উন্মাদনা দেখা যায়। তরুণ খেলোয়াড়দের মাঠ মুখী করতে এবং তাদের উৎসাহিত করতে এই হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের ক্ষেত্রে এই টুর্নামেন্ট একটি মঞ্চ। যেখানে তরুণ খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে বলে মনে করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।