আমুদরিয়া নিউজ : এক বছরের বেশি সময় ধরে ইজরায়েল ও হিজবুল্লাহের মধ্যে যুদ্ধ হচ্ছে গাজা ভূখণ্ডে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির বিপুল। সেখানে যুদ্ধবিরতির জন্য ইজরায়েলকে অনুরোধ করেছে মিশর, আমেরিকা। কিন্তু, তাতে কর্ণপাত না করে ইজরায়েল লেবাননে হামলা করেছে। এবার লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহের নতুন প্রধান নাইম কাশেম জানিয়েছেন, কিছু শর্ত পূরণ করলে তাঁরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হবেন। এ কতা তিনি যখন বলেছেন, সে সময়েও তাঁদের ঘাঁটি লক্ষ্য করে বোমা দিয়ে হামলা চলছে।
তবে ইজরায়েলও যুদ্ধবিরতি নিয়ে ভাবছে। বৃহস্পতিবার ইজরায়েলে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে। সেখানে কীভাবে, কোন শর্তে যুদ্ধবিরতি তা নিয়ে আলোচনা চলেছে। ইজরায়েল থেকে যাঁদের অপহরণ করে হামাস জঙ্গিরা বন্দি রেখথেছে তাঁদের আগে ছাড়ার বিষয়টিই প্রাধান্য পেয়েছে
Leave a Comment