আমুদরিয়া নিউজ: মাটির নিচে হেজবোল্লার গুপ্তধনের হদিশ পেলো ইজরায়েল। ইজরায়েলি সেনার দাবি লেবাননের রাজধানী বেইরুটের একটি হাসপাতালের তলায় অর্থভাণ্ডার গড়ে তুলেছিল হেজবোল্লা। তা থেকেই জঙ্গি গোষ্ঠীর কাজ চলত বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, বিপুল পরিমাণ সোনা সহ অন্তত ৫০ কোটি ডলার লুকিয়ে রেখেছে হেজবোল্লা। ওই অর্থ ব্যবহার করেই গোটা লেবাননকে নতুন করে গড়ে তোলার ইঙ্গিত দিলেন ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি।