আমুদরিয়া নিউজ : ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলের বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে ভিডিও তোলার অভিযোগে তুমুল উত্তেজনা দেখা দিযেছে হায়দরাবাদে। বুধবার সন্ধেয় এক ছাত্রী বাথরুমে গিয়ে অস্বাভাবিকতা টের পান। তার পরেই হস্টেলের সকলে মিলে হইচই বাঁধান।
পুলিশের কাছে খবর যায়। ওই হস্টেলে দেখাশোনার জন্য কয়েকজন পুরুষ কর্মী নিয়োগ করেছিলেন কর্তৃপক্ষ। তাঁদের ৫ জনকে পুলিশ ধরেছে। ১২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা ছাত্রীদের হোস্টেলে কেন পুরুষ কর্মীদের নিয়োগ করা হয়েছে, তা নিয়েও ওই ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকে জেরা করছে পুলিশ।