আমুদরিয়া নিউজ: মধুর মিলন সংঘ আয়োজিত ১১তম মিলন মোড় অনূর্ধ্ব ১৫ গোল্ড কাপ ২০২৫ এর ফাইনালে জয়ী হল হিডেন ফুটবল অ্যাকাডেমি। এদিন মোট ৯টি দলের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। ফাইনালে এইচ এফ সির প্রতিপক্ষ ছিল উইনার্স ফুটবল ক্লাব।
খেলার শুরুর পর নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোল করে। প্রথম গোলটি করেছিল উইনার্স ক্লাব ও দ্বিতীয় গোলটি করে হিডেন ফুটবল অ্যাকাডেমি। পরে টাইব্রেকারে মোট ৭টি গোল করা হয়। যার মধ্যে উইনার্স করে ৩ টি গোল ও ৪টি গোল করে হিডেন ফুটবল অ্যাকাডেমি। আগামী ১২ই জানুয়ারি বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়।