আমুদরিয়া নিউজ : ক্লাস সিক্সের এক ছাত্রকে পড়াশোনায় মনোযোগী করতে মেরেছিলেন এক শিক্ষক। তা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়। মামলা গড়ায় হাইকোর্ট অবধি। সম্প্রতি কেরল হাইকোর্ট ওই মামলায় শিক্ষকের আগামা জামিন মঞ্জুর করেছে। সেই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের একটু শাস্তি দেওয়া যেতে পারে, করা যেতে পারে বেতের ব্যবহারও। তবে তা বাধ্যতামূলক নয়। কেরল হাইকোর্টের মতে, শিক্ষকের হাতে বেত থাকলে তা পড়ুয়াদের উপরে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে। ফলে, পড়ুয়াদের সামাজিক অপরাধ থেকে দূরে থাকার প্রবণতা বাড়বে। কেরল হাইকোর্ট ও ওই রায়ে বলেছে, কোনও শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থী বা অভিভাবক অভিযোগ করলে সঙ্গে সঙ্গে মামলা করা যাবে না। পুলিশকে প্রথমে একটি প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা দেখতে হবে। সেই তদন্ত শেষ হওয়ার আগে কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেওয়া বা তাকে গ্রেফতার করা যাবে না বলে কেরল হাইকোর্ট জানিয়েছে।