আমুদরিয়া নিউজ : যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি তাঁকে পিষে দেওয়ার যে অভিযোগ এক ছাত্র করেছেন, তা নিয়ে এফআইআরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট রাজ্যের ভূমিকার সমালোচনা করে জানিয়ে দিয়েছে, ওই ঘটনায় পুলিশ পক্ষপাতিত্ব না করে ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর করতে পারত। সেটাই তিনি করার নির্দেশ দিয়েছেন। এর পরে মন্ত্রীর নিরাপত্তা কেন নিশ্চিত করা হয়নি, কেন গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল না, সেই প্রশ্ন তুলে বিচারপতি রাজ্যকে সতর্ক করে মন্তব্য করেছেন, এমন চললে বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে।
গত শনিবার যাদবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময়ে ব্রাত্য বসুকে গিরে বিক্ষোভ হয়। সে সময় তাঁর উপরে ও গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শিক্ষামন্ত্রীর গাড়ি দুই ছাত্রকে পিষে চলে যায় বলেও অভিযোগে শোরগোল পড়ে যায়। তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তার প্রথম শুনানিতে এদিন এমন পর্যবেক্ষণ আদালতের। আগামী ১২ মার্চ মামলার পরের শুনানি।