আমুদরিয়া নিউজ : কর্ণাটকে পরিবহণ আইন সংশোধন না করা অবধি বাইক ট্যাক্সি মানে রাপিডো চালানো যাবে না বলে নির্দেশ দিল সে রাজ্যের হাইকোর্ট। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি এম শ্যামপ্রসাদ রায় দিয়েছেন যে, রাজ্য সরকার ১৯৮৮ সালের মোটরযান আইনের ৯৩ ধারার অধীনে থাকা নিয়মে বাইক ট্যাক্সি সংক্রান্ত বিষয়ে নয়া ধারা যোগ না করা পর্যন্ত তা রাজ্যে চালানো যাবে না। তিনি অ্যাগ্রিগেটর রাপিডো, উবার ইন্ডিয়া এবং ওলার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় দেন। ওই সংস্থাগুলি আবেদন করেছিল, সরকারকে তাদের অ্যাগ্রিগেটর লাইসেন্স দিতে হবে ও তাদের বাইক ট্যাক্সিগুলিকে পরিবহণ পরিষেবা হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ চেয়েছিল। মোটরযান আইন, ১৯৮৮ এর অধীনে বাইক ট্যাক্সি পরিষেবার জন্য নিয়ম নেই। ফলে, তা তৈরি করার জন্য কর্ণাটক সরকারকে তিন মাস সময় দিয়েছে আদালত। ততগদিন বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে।
