আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্র অনুসারে, তাঁর ভীষণ জ্বর হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসির একটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে তাঁকে। সোশাল মিডিয়ায় ক্লিনটের এক মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা লিখেছেন, জ্বরে আক্রান্ত হওয়ায় কিছু পরীক্ষা ও পর্যবেক্ষণের কারণে প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।