আমুদরিয়া নিউজ : দেশের টালমাটাল পরিস্থিতি কাটিযে ওঠার জন্য যত দ্রুত সম্ভব বাংলাদেশে ভোট করানো প্রয়োজন। তাই নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বতী সরকার। এর পরেই বাংলাদেশের সংসদে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের দাবি উঠেছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দাবি করেছে, দেশের ৩৫০টি সংসদীয় আসনের মধ্যে ৪২টি আসন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করতে হবে। তাদের যুক্তি, প্রকৃত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ও নানা বঞ্চনা দূর করতে সব স্তরের প্রতিনিধিদের ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন। ওই সংগঠন হুমকি দিয়েছে, তাদের দাবি না মানলে হিন্দু সম্প্রদায় কোনও ভোটে অংশ নেবে না। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ কথা জানিয়েছেন এক সম্মেলনে।
তিনি জানান, দাবি মানা না হলে তাদের কেউ ভোটকেন্দ্রেও যাবেন না। তাঁরা দাবি করেন, যে ৪২টি আসন সংরক্ষণ করা হবে তার মধ্যে ৩৮টি হিন্দুদের জন্য, ৩টি বৌদ্ধদের জন্য এবং একটি খ্রিস্টানদের জন্য রাখাতে হবে।