আমুদরিয়া নিউজ : কিছু লোকজন এমনই হয়। যখন রেলগেট বন্ধ করা হয়েছে, সে সময়ে তাড়াহুড়ো করে জোরে গাড়ি, বাইক চালিয়ে রেল লাইন পার হওযার চেষ্টা করেন। তাতেই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এমনই কাণ্ড হয়েছে ধূপগুড়ি শহরের বটতলার একটি রেলগেটে। তড়িঘড়ি লাইন পার হতে গিয়ে রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে যায় একটি পিকআপ ভ্যান। ফলে, আধঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় রাজধানী এক্সপ্রেসকে। রেল পুলিশ পিক আপ ভ্যানের চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে।