আমুদরিয়া নিউজ : সোমবার সকালে আচমকাই দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুল বিল্ডিংয়ের চার তলা থেকে ভেঙে পড়লো কাচ। এর জেরে আহত হয়েছে দুই ছাত্র। একজনের আঘাত গুরুতর। আহত ছাত্রের মাথায় ও ঘাড়ে প্রচুর সেলাই পড়েছে। বর্তমানে সে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরপরই অভিভাবকরা বিদ্যালয়ের অসাবধানতার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে। এই ভয়াবহ ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য শিক্ষা দফতর।
